প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2025 ইং
রিভার প্লেটের খেলা দেখতে নিজের গাড়িতে আগুন!

প্রিয় দল রিভার প্লেটের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন এক আর্জেন্টাইন ফুটবলভক্ত। কিন্তু তার হাতে পর্যাপ্ত টাকা ছিল না।
তাই অবাক করা এক সিদ্ধান্ত নেন—নিজেই নিজের গাড়িতে আগুন দেন। এরপর সেই পোড়া গাড়ি দেখিয়ে বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করে উড়াল দেন যুক্তরাষ্ট্রে, ক্লাব বিশ্বকাপ দেখতে।
তিনি বলেন—
“আমাকে গাড়িটা জ্বালিয়ে দিতে হয়েছে (বিমার টাকা পাওয়ার জন্য)। সেটা দিয়েই আমি সব ব্যবস্থা নিয়েছি। কারণ, আমি আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি।”
তবে এমন পাগলামিতে পরিবারের সবাই খুশি নয়।
তিনি আরও বলেন—
“আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করেছে। কিন্তু আমি বলেছি, পরে এসব আবার অর্জন করব। কিন্তু এই মুহূর্তটা আর ফিরে পাব না।”
এই মুহূর্তে তার প্রিয় দল রিভার প্লেট ক্লাব বিশ্বকাপে গ্রুপ শীর্ষে আছে। আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে নির্ধারিত হবে তাদের পরবর্তী পরিণতি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ